ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনুস। বোলিং পরিসংখ্যান তাকে সর্বকালের সেরাদের কাতারেই রেখেছে। ক্যারিয়ারে ৮৭ টেস্ট ও ২৬২টি ওয়ানডে খেলেছেন ওয়াকার। বাঁ হাতি পেসার ওয়াসিম আকরামের সঙ্গে মিলে বহু ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন গতি, বাউন্স ও সুইং দিয়ে। খেলেছেন তিন তিনটি বিশ্বকাপ। এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন কোচ হয়ে। খেলোয়াড় বিশ্বকাপ শিরোপার স্বাদ নিতে পারেননি। এখন যদি কোচ হিসেবে সেই আক্ষেপ দূর করতে পারেন। তবে এবারের বিশ্বকাপে তার দেশ পাকিস্তান ফেবারিট নয়, বলেই জানিয়েছেন ওয়াকার ইউনুস।
১৯৯২ সালে অবশ্য অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেবার তিনি খেলেননি। খেলেছেন ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ সালে। তিন বিশ্বকাপে ১৩ ম্যাচে উইকেট নিয়েছেন ২২টি। এবার কোচ হয়ে দল নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। যাওয়ার আগে বেশ কিছু সিরিজ খেলে দল পুরোপুরি প্রস্তুত। তারপরও নিজেদের ফেবারিট ভাবছেন না এই লিজেন্ড ফাস্ট বোলার, 'আমি খুবই খুশি যে, আমরা এবারের আসরে ফেবারিট নই।' লাহোরে অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখিতে ওয়াকার বলেন,' সত্যি বলতে ফেবারিট হওয়া মানেই বিরাট চাপে পড়ে যাওয়া। ২০১১ সালে ফেবারিট না হয়েও সেমিফাইনাল খেলেছিলাম। এবরও একই রকম।