উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে বসে খেলার পুরো ৯০ মিনিটই দেখেছেন। মামুনুলদের পাসিং ফুটবল দেখে তিনি রীতিমতো মুগ্ধ। খেলা দেখার সময় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি সিদ্দিক, তাদের মেয়ে লীলা ও ছেলে কাইয়,স এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
মুখ বন্ধ
হকি ফেডারেশনের কর্মকর্তাদের মুখ যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কারণ আর কিছু না ওয়ার্ল্ড হকি লিগে ব্যর্থতার পরিচয় দেওয়া। গ্রুপ পর্বের লড়াইয়ে জাপান ও পোল্যান্ডের হারটা স্বাভাবিক ঘটনা বলে ধরে নিলেও ওমান ও ইউক্রেনের কাছে হারটা অনেকে মেনে নিতে পারছেন না। তাদের কথা দেশের বাইরে বার বার ওমানের কাছে হারে কেন? হকি ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন অনেক কিছুই বলা ছিল। কিন্তু ওমানের কাছে হারটা মুখে তালা লাগিয়ে দিয়েছে।
বুঝতে হবে না?
নির্বাচনে অভিযোগ এনে মোহামেডান হকির সব কর্মসূচি বয়কট করেছে। আসছে মৌসুমেও তারা প্রিমিয়ার লিগে অংশ নেবে না। এ ব্যাপারে অভিজ্ঞ এক সংগঠক ক্ষুব্ধ ভাষায় বলছেন ক্রিকেটেওতো নির্বাচনে প্রচুর অভিযোগ ছিল। এরপরও মোহামেডানসহ কোনো দলই লিগ বয়কট করেনি। এ ব্যাপারে মোহামেডানেরই একজন জানালেন আরে বাবা বুঝতে হবে না ক্রিকেটেতো আমরা কমিটির বাইরে নেই। সুতরাং কোন যুক্তিতে এখানে লিগ বয়কট করব?
মূল লক্ষ্য
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের মূল টার্গেট কোয়ার্টার ফাইনাল। এ কথা অনেকেই বলছেন। কিন্তু ঢাকা ছাড়ার আগে এক ক্রিকেটার বলে গেছেন আমার টার্গেট ভাই দুই ম্যাচে জয়। কোয়ার্টার ফাইনাল না উঠলে ততটা সমালোচনা হবে না। কিন্তু গ্রুপে যদি আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারাতে না পারি তাহলে দেশবাসী তিরস্কৃত করে আমাদের শেষ করে দেবে।
লাভ কি
বিশ্বকাপ ক্রিকেট চলাকালে বাফুফে ফেডারেশন কাপের কর্মসূচি দিয়েছে। এ নিয়ে ফুটবলপ্রেমীরা কিছুটা বিরক্ত। কেননা বিশ্বকাপ ক্রিকেট চলাকালে স্টেডিয়ামে এসে খেলা দেখবে কে? এ ব্যাপারে লিগ কমিটির এক কর্মকর্তার বক্তব্য ছিল খেলা বন্ধ রাখলে লাভ কি হতো। বিশ্বকাপের পর খেলা দিলে গ্যালারিতে কি দর্শক আসত?