নির্বাচকেরা চাইলে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার নেতৃত্বভার ছেড়ে দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মাইকেল ক্লার্ক।
সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নিজের এই অনুভূতির কথা জানান ক্লার্ক।
ক্লার্ক ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়ায় বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেন স্মিথ। আর ওই ম্যাচগুলোর প্রতিটিতে শতক হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ২৫ বছর বয়সী স্মিথ।
সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও এক ম্যাচে নেতৃত্ব দেন স্মিথ। ক্লার্কের অনুপস্থিতে তার সহকারী জর্জ বেইলির ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন না তিনি। ওই ম্যাচেও শতক করে দলকে দারুণ এক জয় এনে দারুণ ফর্মে থাকা স্মিথ। পরে নেতৃত্বে ফিরে দলকে ত্রিদেশীয় সিরিজ জেতান বেইলি। তাই গত কয়েক মাসে ক্লার্ক না থাকলেও তার শূন্যতা বুঝতে দেননি স্মিথ ও বেইলি।
আগের সিদ্ধান্ত অনুযায়ী চোট কাটিয়ে ক্লার্ক ফিরলে দুই ঘরানার ক্রিকেটেই অধিনায়কের দায়িত্বে ফেরার কথা তার। কিন্তু প্রয়োজনে স্মিথের হাতে নেতৃত্বভার ছেড়ে দিতে প্রস্তুত আছেন তিনি।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপের দলে আছেন ক্লার্ক। চোট কাটিয়ে এখন পর্যন্ত জাতীয় দলে না ফিরলেও খুব শিগগিরই তার ফেরার সম্ভাবনা আছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব