১৬ বছর পর আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্ব শেষের পথে। ইতিমধ্যে ‘এ’ গ্রুপের খেলা শেষ। এই গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ। আজ ‘বি’ গ্রুপের ফয়সালা। এই গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে থাইল্যান্ড ও বাহরাইন।
এদিকে প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে থাইল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাহরাইন তাদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আজকের ম্যাচে তারা দুই গোলের অধিক ব্যবধানে হেরে গেলে বিদায় নিতে হবে টুর্ণামেন্ট থেকে। সেক্ষেত্রে গোলের দিক দিয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুর পাবে সেমিফাইনালের টিকিট। আর থাইল্যান্ডের বিপক্ষে আজ তারা জিতলে কিংবা ড্র করলে সেমিফাইনালে চলে যাবে বাহরাইন।
সেমিফাইনালে ‘বি’ গ্রপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে আজ বাহরাইন জিতলে তারা হবে চ্যাম্পিয়ন। আর থাইল্যান্ড ড্র করলেই হবে চ্যাম্পিয়ন। এখন দেখার পালা সেমিফাইনালে বাংলাদেশ কাকে প্রতিপক্ষ হিসেবে পায়।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ