বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের তেমন সাফল্য নেই বললেই চলে। ব্যর্থতা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। যদি সোমবার গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যেত তাহলে নিজ দেশে টুর্নামেন্টে মামুনুলদের দর্শক হয়ে বসে থাকতে হতো। সত্যি কথা বলতে কি বাংলাদেশ যেন নিশ্চিতভাবে সেমিফাইনাল খেলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই দুর্বল গ্রুপে ফেলা হয়েছে। ধারণা ছিল মালয়েশিয়ার সঙ্গে না পারলেও শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে ঠাঁই পেয়ে যাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে, লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ প্রত্যাশিতভাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কথা হচ্ছে এই প্রাপ্তি কি মামুনুলদের জন্য যথেষ্ট। আগামী শুক্রবার থাইল্যান্ডের বিপক্ষে সেমিনালে লড়বে। সেমিফাইনাল খেলেই কি বাংলাদেশ বিদায় নেবে? না যদি পারফরম্যান্সের বিচার করা হয় তাহলে এবার বঙ্গবন্ধু কাপে কোনো দলকে খুব শক্তিশালী বলা যাবে না। শ্রীলঙ্কা ও বাহরাইন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অথচ বাহরাইনকেই আসরে টপ ফেবারিট দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এ দলের নামই উচ্চারিত হচ্ছিল। বাস্তবে তারা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। থাইল্যান্ড ও সিঙ্গাপুর ততটা শক্তিশালী দল নয়। মালয়েশিয়ার কাছে ম্যাচ হারলেও বাংলাদেশ যে সুযোগ নষ্ট করেছে তাতে মামুনুলদেরই জেতা উচিত ছিল। টুর্নামেন্টের আগে বাংলাদেশের টার্গেট হিসেবে সেমিফাইনালই বুঝানো হয়েছিল। এখন মালয়েশিয়া, থাইল্যান্ড বা সিঙ্গাপুরের যে পারফরমেন্স লক্ষ্য করা যাচ্ছে তাতে বাংলাদেশকে তুচ্ছ করে দেখার উপায় নেই। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু যে গতিময় খেলা খেলছে তা কিন্তু অন্য দলের ভিতর দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা এমিলি, হেমন্তদের ভিতর ঝিমানো ভাব নেই। বলা হয় ৭০ ও ৮০ দশকে ফুটবলাররা যে মানসম্পন্ন ফুটবল খেলতেন তা এখন অতীত ইতিহাস মাত্র। না, অনেক সাবেক ফুটবলারই স্বীকার করেছেন বঙ্গবন্ধু কাপে বাংলাদেশ যে দুটো ম্যাচ খেলল তা সত্যিই অতুলনীয়। এমন নৈপুণ্য অনেক দিন চোখে পড়েনি। তাহলে কি বাংলাদেশ শিরোপা জেতার স্বপ্ন দেখছে? এ ব্যাপারে দেশের জনপ্রিয় প্রশিক্ষক শফিকুল ইসলাম মানিক বলেন, খেলায় কখন কি ঘটে বলা মুশকিল। বাংলাদেশ যেভাবে খেলছে তা যদি ধরে রাখতে পারে তাহলে শুধু ফাইনাল নয় চ্যাম্পিয়ন হলেও অবাক হবো না। সাবেক নন্দিত ফুটবলার শেখ মো. আসলাম বলেন, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। আমি বলব ওদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জেতার সামর্থ্য রাখে। তাছাড়া কোনো দলই তেমন শক্তিশালী নয়। একটু বুঝেশুনে খেললে শিরোপাও জেতা সম্ভব। এদিকে সেমিতে উঠাতে মামুনুলদের আত্দবিশ্বাস এখন তুঙ্গে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও কোচ ক্রুইফ ফুটবলারদের ব্রিফ করেছেন মাঠে তোমরা সেরা খেলাটা খেললে শিরোপা জিততে সমস্যা হবে না। অনেক দিন ধরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে না। বঙ্গবন্ধু কাপ জিতলে ফুটবলে নতুন প্রাণ ফিরে আসবে।