জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস। খুলনা বিভাগের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ২১৯ রানের অনবদ্ধ এক ইনিংসে খেলেছেন তিনি। শাহরিয়ার নাফিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ২২৪ রানের লিড নিয়েছে বরিশাল। লিটন দাসের সেঞ্চুরিতে সিলেটের বিরুদ্ধে ৪০৬ রানের লিড নিয়েছে রংপুর বিভাগ। ঢাকার বিরুদ্ধে ইনিংস হার বাঁচাতে আর ৬২ রান করতে হবে মেট্রোকে। রাজশাহীর বিরুদ্ধে এখনো ৭ রানে পিছিয়ে চট্টগ্রাম বিভাগ।
আগের দিন ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকার আবদুল মজিদ। তাকে দেখে অনুপ্রাণিত হয়েই কিনা কাল বিকেএসপি-২ মাঠে ডাবল সেঞ্চুরি আদায় করে নিয়েছেন বরিশালের ওপেনার শাহরিয়ার নাফিস। ৩০৭ বলে ২১৯ রান। সঙ্গে ৩২টি বাউন্ডারি। নাফিসের এই সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে খুলনার বিরুদ্ধে ৪ উইকেটে ৩৪৩ রান করেছে বরিশাল।
লিটন কুমারের সেঞ্চুরি এবং নাঈম ইসলাম ও আরিফুলের হাফ সেঞ্চুরিতে সিলেটের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৩০০ রান করেছে রংপুর বিভাগ। সব মিলে রংপুরের লিড এখন ৪০৬ রান। ঢাকা বিভাগের বিরুদ্ধে ইনিংস হার এড়াতে লড়ছে মেট্রো। এখনো তারা ঢাকার প্রথম ইনিংসের চেয়ে ৬২ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে মাত্র ৯০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৭৩ রান করেছে মেট্রো। রাজশাহীর প্রথম ইনিংসের চেয়ে এখনো পিছিয়ে রয়েছেন চট্টগ্রাম। প্রথম ইনিংস রাজশাহী করেছিল ৪১১ রান। আর চট্টগ্রাম প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে করেছে ১৯৫ রান।