ক্রিকেট খেলাকে আরও স্বচ্ছ করতে এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের ব্যক্তিগত ফোনের বিষয়ে কড়া নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি। যে কোনও আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়দের ব্যক্তিগত ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এবারের নিয়ম হবে আরও কড়া।
বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিকে আগে থেকেই ফোন নম্বর জমা দিতে হবে আইসিসিকে। উদ্দেশ্য ফোনে নজরদারি করা।
জানা গেছে, বিশ্বকাপের নিয়মাবলী নিয়ে কয়েকদিনের মধ্যেই প্রতিটি দলের অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে বৈঠক করবে আইসিসি। বৈঠকে বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকে বলে দেওয়া হবে, প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ ও কোচের ফোন নম্বর আইসিসির কাছে পাঠিয়ে দিতে।
এবার খেলোয়ারদের প্রতি আরও কিছু নির্দেশ থাকবে। যেমন-কোনও দল ‘নাইট পার্টি’ করতে পারবে না, দলের সঙ্গে একই হোটেলে বোর্ডে কর্মকর্তারা থাকতে পারবেন না। প্রত্যেক দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে আইসিসি’র দুর্নীতি দমন শাখার একজন কর্মকর্তাকে, যিনি দলের সবকিছুর ওপরই কড়া নজর রাখবেন।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৫/ সালাহ উদ্দীন