গেল ঘরোয়া মৌসুমে ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্র ছিল শিরোপাহীন। এবার বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় পুরো ক্লাবের চেহারা পাল্টে গেছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পুরো ক্লাবই উজ্জীবিত। বিগ বাজেটে এবার দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে শেখ রাসেল। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। ১৫ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের মাধ্যমে ঘরোয়া ফুটবলের পর্দা উঠবে। কিন্তু তার আগে ১০ ফেব্রুয়ারি মাঠে নামছে শেখ রাসেল। এদিন তাজিকিস্তানে অনুষ্ঠেয় এএফসি কাপ বাছাইপর্বে ফুটবলে শেখ রাসেল মুখোমুখি হবে স্থানীয় লিগ রানার্স-আপ আলখাইর বাহাদাতের বিপক্ষে। যারা জিতবে তারা পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। ম্যাচ ১০ ফেব্রুয়ারি হলেও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে আজ সকালেই টার্কিশ এয়ারওয়েজযোগে ৩২ সদস্যের দল তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ছে। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে শেখ রাসেলের আটজন ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আজ আবার থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ। তাই তারা শেখ রাসেলের সফরসঙ্গী হতে পারছেন না। ক্লাবের ডিরেক্টর স্পোর্টস আলহাজ সালেহ জামান সেলিম জানান, যদি বাংলাদেশ ফাইনালে ওঠে তাহলে এই আটজনের যাওয়ার সম্ভাবনা নেই। কেননা বঙ্গবন্ধু কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। অবশ্য সেমিতে হেরে গেলে আট ফুটবলারই ৮ ফেব্রুয়ারি তাজিকিস্তান রওনা দেবেন। তিনি জানান, শেষ পর্যন্ত আট ফুটবলার যেতে না পারলে দলের কোনো সমস্যা হবে না। কেননা তাজিকিস্তানে ২৬ জন ফুটবলারের নাম পাঠানো হয়েছে।