দুই বছর পর আবার আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠল আইভরিকোস্ট। ২০১২ সালে পর ফাইনালে খেলতে কাল 'শ্বেত হস্তির দেশ' ৩-১ গোলে হারিয়েছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে।
২০১২ সালে দিদিয়ের দ্রগবার আইভরিকোস্ট পেনাল্টি শুট আউটে হেরেছিল জাম্বিয়ার কাছে। অবশ্য গত ২৩ বছরে এ নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলছে দ্রগবার দেশ। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আইভরিকোস্ট। পেনাল্টি শুট আউটে ১১-১০ গোলে হারিয়েছিল ঘানাকে। কাল নেশন্স কাপের প্রথম সেমিফাইনালে জয় পাওয়া দলটি এগিয়ে যায় প্রথমার্ধে। ম্যাচের ২০ মিনিটে দলকে এগিয়ে নেন ম্যাঞ্চেস্টার সিটির মিড ফিল্ডার ইয়াইয়া তোরে প্রায় ২০ গজ দূর থেকে গোল করে (১-০)। ২৪ মিনিটে সমতা আনে কঙ্গো। স্ট্রাইকার ডিউমেরিচ মোবোকোনি পেনাল্টি থেকে সমতা আনেন (১-১)। ৪১ মিনিটে ফের এগিয়ে যায় আইভরিকোস্ট। রোমার স্ট্রাইকার জার্ভিনওর হেডে এগিয়ে নেন দলকে (২-১)। ৬৮ মিনিটে জয় নিশ্চিত করেন উইলফ্রেড কানোনো (৩-১)। ফাইনালে আইভরিকোস্টের প্রতিপক্ষ হতে কাল রাতে লড়াই করেছে ঘানা ও বিষুবীয় গিনি। কোয়ার্টার ফাইনালে দ্রগবারা ৩-১ গোলে হারিয়েছিলেন আসরের অন্যতম ফেবারিট আলজেরিয়াকে।