ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাই ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে যাওয়ার সুযোগ নেই কেভিন পিটারসেনের। তবে বিশ্বকাপে ঠিকই থাকছেন ইংল্যান্ডের একই ড্যাসিং ক্রিকেটার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন কেপি। সংবাদমাধ্যম বিবিসির হয়ে নক-আউট পর্ব থেকে ধারাভাষ্য দেবেন তিনি। এর আগে ২০১২ টি-২০ বিশ্বকাপেও স্টার স্পোর্টসের ধারাভাষ্য দিয়েছেন পিটারসেন। এ ব্যাপারে নিজের অভিমত জানাতে গিয়ে কেপি বলেন, 'বিগ ব্যাশের বেশকিছু ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলাম আমি। এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে। ধারাভাষ্য দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।' পিটারসেনের সঙ্গে ধারাভাষ্যে থাকবেন তার সতীর্থ গ্রায়েম সোয়ান ও জনাথন ট্রট।