রিয়াল মাদ্রিদের পর এবার বার্সেলোনার নামেও পরিবর্তন আসছে! আকাশ থেকে পড়লেন নিশ্চয়! ব্যাপারটা কিন্তু তেমন নয়। আসলে ক্লাবের নামে কোনো পরিবর্তন আসছে না। বার্সার মাঠ ক্যাম্প ন্যু’-এর নাম পরিবর্তন হচ্ছে। এর আগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নামে পরিবর্তন আনা হয়েছিল। স্পনসর প্রতিষ্ঠান আবু ধাবির নামে রিয়ালের মাঠের নামকরণ করা হয়েছিল আবু ধাবি বার্নাব্যু।
রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যু ইয়েস্তর নামে ১৯৫৫ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয়। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রিয়ালের সমর্থকদের কাছে যে নামটি অতি পরিচিত। একদিন হয়তো স্টেডিয়াম হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুর নামটিও স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাবে! আর ভক্তদের সেই নাম খুঁজতে হবে ইতিহাসের পাতায়?
রিয়ালের দেখানো পথেই বোধ হয় হাঁটছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে পরিবর্তন আনতে যাচ্ছে কাতালান ক্লাবটি! কী নাম দেওয়া হবে, তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বছরের মধ্যেই যে নাম পরিবর্তন তা অনেকটাই নিশ্চিত। বার্সার প্রধান স্পনসর কাতার এয়ারওয়েজ এমনটাই জানিয়েছে।
এ বিষয়ে কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকের বলেছেন, ‘আমাদের পক্ষে সবই সম্ভব। বার্সার মাঠ ক্যাম্প ন্যু-এর সঙ্গে আমাদের কোম্পানির নাম সংযুক্ত হতে পারে। আমরা আগেও চমক দেখিয়েছি। এবার বার্সার মাঠের নামেও চমক আনছি। কেননা বার্সা ও আমাদের লক্ষ্য অভিন্ন।’
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব