পাকিস্তান দলের অন্যতম তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কিন্তু বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হওয়ায় কঠিন সমস্যায় পাকিস্তান। তবে ফের বোলিং টেস্ট উতরাতে পারলে বোলিং করতে কোনো সমস্যা হবে না হাফিজের। বিশ্বকাপের বাকি আর মাত্র ৮ দিন। কিন্তু বোলিং অ্যাকশন অবৈধ বলে সেটা হবে কি না, তা নিয়ে সংশয় আছে। সংশয়টা আরো বেড়ে গেল। কারণ, তিনি পায়ের ইনজুরিতে পড়ার কারণে আইসিসির কাছে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার তারিখ পাল্টাতে হচ্ছে। নতুন তারিখ হয়তো পড়বে ১০ ফেব্রুয়ারির পর। আর তাতে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচে হাফিজের বোলিং করাটা আরও অনিশ্চয়তায় পড়লো।
আজ শুক্রবারই হাফিজের বিসবেনে উড়ে যাওয়ার কথা ছিল। সেখানেই তার পরীক্ষা দেবার কথা ছিল। কিন্তু তিনি সিডনিতে দলের সাথেই আছেন। ইনজুরির কারণে পরীক্ষার তারিখ পেছালো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনের কারণে। যদিও নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এখন দলের সাথে পুরোপুরি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আছেন হাফিজ। বোলিংয়ে নিষিদ্ধ তিনি। আর আইসিসির পরীক্ষায় পাশ করলে তো বোলিং করতেও পারবেন।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব