ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক মাইকেল ক্লার্কের। হ্যামস্ট্রিং ইনজুরির অপারেশন থেকে সুস্থ হয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন ক্লার্ক। এরপর সম্প্রতি সিডনি ক্রিকেট ক্লাবের একটি ম্যাচে অর্ধশতকও করেছেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ক্রিকেট একাদশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি। মাঠে তার পারফরম্যান্স দেখে মনে হচ্ছে বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি ফিট। কিন্তু বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচ তার জন্য একটু তাড়াতাড়িই হয়ে যাচ্ছে বলে ক্লার্ক নিজেই আজ জানিয়েছেন। খবর দ্য হিন্দুর
মাইকেল ক্লার্ক বলেন, 'প্রথম দিন থেকেই অামি চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছি এবং আমি বেশ কৃতজ্ঞ যে তাদের উপদেশ ও নির্দেশনার কারণেই অামি আজ এই অবস্থায় অাছি। আমি তাদের ভাবনা ও বিশ্বাস দ্বারাই শতভাগ চালিত হয়।'
বিশ্বকাপের জন্য যে নিজে পুরো ফিট তা প্রমাণের জন্য ক্লার্ককে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তা না হলে ক্লার্কের বিকল্প ভাববে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ।
এদিকে, রবিবার এডিলেডে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না ক্লার্ক। তবে আগামী বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলার অাশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ