একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে আয়ারল্যান্ডের বোলারদের প্রশিক্ষণ দিতে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লিকে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে একটি স্বল্প মেয়াদি চুক্তি হয়েছে ৩৮ বছর বয়সী লির। অস্ট্রেলিয়ান ক্রিকেট পিচ সম্পর্কে লির বিশেষ জ্ঞান রয়েছে। তাই তাকে বিশ্বকাপ সামনে রেখে আইরিশ বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে দেশটির কোচ ফিল সিমনস জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
ব্রেট লি সম্পর্কে ফিল সিমনস বলেন, 'অস্ট্রেলিয়ান পিচ সম্পর্কে লির বিশেষ ধারণা রয়েছে এবং জীবিত একজন লেজেন্ড থেকে আমাদের বোলারদের শেখার এটা একটি চমৎকার সুযোগ।'
গত মাসে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ টি-২০ ফাইনাল খেলার পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পেসার লি। দু'বার বিশ্বকাপজয়ী সাবেক এ পেসার অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্টে ৩১০টি উইকেট এবং একদিনের ক্রিকেটে ২২১টি ম্যাচে ৩৮০টি উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় একাদশ আইসিসি ক্রিকেটে 'বি' গ্রুপে আয়ারল্যান্ডের অবস্থান। আগামী মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ও বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে দেশটি।
বিডি-প্রতিদিন/ ৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ