মালয়েশিয়ার কাছে হারের পর ঘোষণা দিয়েছিলেন পদত্যাগের। মামুনুল বলেছিলেন, যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারে তাহলে জাতীয় দলের আর্ম ব্যা-টা খুলে ফেলবেন। দেশসেরা মিডফিল্ডারের এমন ঘোষণায় বিব্রতকর অবস্থায় পড়েছিল ফুটবল ফেডারেশন। কিন্তু উজ্জীবিত হয়েছিলেন ফুটবলাররা। দলনায়কের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ফুটবল খেলেন এমিলি, ভিনসেন্টরা। উপহার দেন জয়। বাংলাদেশকে তুলে নেন সেমিফাইনালে। সেমিতে ওঠার পর মামুনুলরা টার্গেট করেন ফাইনাল। সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় কাল থাইল্যান্ডকে হারিয়ে। এখন মামুনুলের চোখে শিরোপার স্বপ্ন। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মামুনুল দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারায় ধন্যবাদ জানান। এখন শিরোপা জেতাই তার ও দলের লক্ষ্য। দলের মতো চাপমুক্ত কোচ লোডভিক ক্রুইফও। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশকে ফাইনালে উন্নীত করেন কোচ। ম্যাচ শেষে জয়ের পর পুরো দলকে ধন্যবাদ জানান মামুনুল। ধন্যবাদ জানান দেশবাসীকে, 'দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারায় ভালো লাগছে'। প্রত্যাশা পূরণ করে ফাইনালে উন্নীত হওয়ায় এখন চাপমুক্ত। চাপমুক্ত থাকলেও শিরোপা জিততে চান বাংলাদেশ অধিনায়ক, 'দর্শকভরা স্টেডিয়ামে আমরা জয়ের টার্গেটেই খেলতে নেমেছিলাম। দর্শকদের ধন্যবাদ আমাদের উৎসাহিত করায়। এখন আমরা ফাইনালে। শিরোপা জিততে চাই। শিরোপা জেতাই এখন আমাদের লক্ষ্য।' কোচ অবশ্য সরাসরি শিরোপা জয়ের কথা বলেননি। শুধু জানিয়েছেন ২৪ ঘণ্টার বিশ্রামে দলকে শতভাগ উজ্জীবিত করা একটু কঠিনই, 'থাইল্যান্ড অনেক শক্তিশালী দল। তারা টেকনিক্যালি অনেক এগিয়ে। তাদের বিপক্ষে ফুটবলাররা প্রাণপণ ফুটবল খেলেছেন। এমন একটি টাফ ফুটবল খেলার পর এক দিনের বিশ্রামে পুরোপুরি ফিট হওয়া একটু কঠিন। তার পরও আমি মনে করি ফুটবলাররা পারবেন।' আগামীকাল ফাইনাল। প্রতিপক্ষ মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। এই দলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হেরেছিল ১-০ গোলে। তাই ম্যাচটি প্রতিশোধেরও।