ক্রিকেটে বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান গতকাল তার নিজ জন্মভূমি সাতক্ষীরায় ফিরেছেন। তার আগমনে সাতক্ষীরাসহ তার গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার তারালিতে বইছে আনন্দের বন্যা। সাতক্ষীরার সুপারম্যান তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান চার মাস পর ঢাকা থেকে শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছলে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। সাতক্ষীরার সূর্য সন্তানকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে এলাকার হাজারও মানুষ। আনন্দে করতালি ও ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাকে জেলা প্রশাসক নাজমুল আহসান মিষ্টিমুখ করিয়ে সেরা খেলার জন্য অভিনন্দন জানান। জাতীয় দলে খেলে বিশ্ব খ্যাতি অর্জনের পর এই প্রথম সাতক্ষীরার মাটিতে পা রাখলেন মুস্তাফিজ। সাতক্ষীরার মাটিতে পা রেখেই মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, খেলার মাঠে ব্যস্ত থাকার কারণে গত ঈদে বাড়িতে আসতে পারিনি। এই প্রথম বাবা-মাকে ছাড়াই ঈদ কাটিয়েছি। তার মনে হচ্ছে আজ যেন ঈদ। মা-বাবা, বন্ধু ও এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন ভেবে আনন্দের যেন শেষ নেই তার। স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বললেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সামনের দিকে এগিয়ে নিতে তার প্রচেষ্টার কোনো কমতি থাকবে না। তিনি বলেন, আমি, সৌম্য সরকার ও রবিউর ইসলাম শিবলু এই তিনজনই সাতক্ষীরার ছেলে এবং বর্তমানে জাতীয় দলে খেলছি। আগামী ১০ বছর খেলার টার্গেট রয়েছে। আমার দ্বারা যেন দেশ আরও সামনের দিকে এগিয়ে যায় সে চেষ্টাই করব।
মুস্তাফিজ বলেন, আমাদের দেখাদেখি আগামী প্রজন্ম গড়ে উঠবে। তারাও একদিন আমাদের মতো তারকা খেলোয়াড় হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করিয়ে দেবে। সাতক্ষীরার ছেলেরা আমাদের মতো সাতক্ষীরার মুখ উজ্জ্বল করবে। মুস্তাফিজ সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এত দূর এসেছি। দোয়া করবেন, আগামীতে আমি যেন আরও ভালো করতে পারি। গতকাল দুপুর পৌনে ১টায় মুস্তাফিজুর রহমান সাতক্ষীরা সার্কিট হাউসে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার মেঝ ভাই সাবেক ক্রিকেটার মোকলেসুর রহসান পল্টু। প্রাায় ২৫ মিনিট ধরে তিনি স্থানীয় জেলা প্রশাসন, সাংবাদিক, উৎসুখ জনতার সঙ্গে সময় কাটান। বেলা ১টা ১০ মিনিটে মুস্তাফিজ সার্কিট হাউস থেকে রওনা হন গ্রামের বাড়ি কালিগঞ্জের তারালির উদ্দেশে। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে পৌঁছানোর পর সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। বাবা-মাকে জড়িয়ে আনন্দের হাসি নিয়ে বাবা আলহাজ আবুল কাশেম ও মা মাহমুদাকে জড়িয়ে ধরেন মুস্তাফিজ। এ সময় প্রিয় সন্তানকে চুমু খেয়ে ও মাথায় হাত দিয়ে আদর-করেন মুস্তাফিজের গর্বিত পিতা-মাতা। এর আগে থেকে এলাকার মানুষ তাদের সবার প্রিয় খেলোয়াড় মুস্তাফিজকে এক নজর দেখার জন্য গ্রামের বাড়িতে আগে থেকেই ভিড় জমাতে থাকে। উপচে পড়া মানুষের ভিড় ঠেলে তিনি পৌঁছান প্রিয় বাবা-মার কোলে।
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
ভালোবাসায় সিক্ত মুস্তাফিজ
মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর