চলমান অ্যাশেজ সিরিজে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার হতশ্রী পারফরম্যান্সে বেজায় চোটেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও অধিনায়ক সাফ জানিয়েছেন যে বর্তমান অজি দলের ১১ জন ক্রিকেটারের মধ্যে আটজনেরই টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা নেই। এই দলের বেশিরভাগ ক্রিকেটারের টেস্ট খেলার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন পন্টিং।
অস্ট্রেলিয়া গত বছর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল। আর এবার ১ ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক এই টেস্ট সিরিজ বেশ বাজেভাবে খুঁইয়েছে তারা। নটিংহামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট গতকাল তিন দিনেই হেরে গেছে অজিরা। আরো লক্ষণীয় হলো, এই টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে এটা অ্যাশেজে সপ্তম সর্বনিম্ন স্কোরে পরিণত হয়। লড়াইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করে দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা। ফলে অ্যালিস্টার কুকদের কাছে ট্রেন্ট ব্রিজ টেস্ট এক ইনিংস ও ৭৮ রানে হারে অজিরা।
ব্যাটিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট দলের বোলিংয়েও যথেষ্ট সমস্যা আছে মনে করেন পন্টিং।
এদিকে, পরাজয়ের দায় কাঁধে নিয়ে অ্যাশেজ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। চলতি বছরের শুরুতেই একাদশ বিশ্বকাপ ক্রিকেট শেষে একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বেশ লজ্জাজনকভাবেই।
বিডি-প্রতিদিন/৯ আগস্ট ২০১৫/শরীফ