আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসরের (বিপিএল) লোগো।
আজ শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই লোগো উন্মোচন করা হয়।
টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে, ‘বিআরবি বিপিএল টি-টোয়েন্টি’। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি কেবলসের পরিচালক মেজবাহুর রহমান, বিসিবির পরিচালক জালাল ইউনুস ও বিপিএলের ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাত্রা-আরডেন্ট-এর সানাউল আরেফিন।
এই ইভেন্টের টাইটেল স্পন্সর হওয়ায় বিআরবিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান জালাল ইউনুস। এই আসর যেন সফলভাবে শেষ হয় সেই প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে টাইটেল স্পন্সর ছিল ডেসটিনি লিমিটেড ও বৈশাখী টিভি। ২০১৩ সালে প্রাইম ব্যাংক লিমিটেড ছিল বিপিএলের দ্বিতীয় আসরের টাইটেল স্পন্সর। এর ধারাবাহিকতায় যুক্ত হল বিআরবি কেবলসের নাম।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        