শিরোনাম পড়ে হয়তো চমকে উঠলেন! উঠবেন না বা কেন? ভাবছেন নিজের প্রিয় খেলোয়াড়টি কেন এমন কাণ্ড ঘটালো। আসলে দোষটা শচীনের নয়, এমন কাণ্ড ঘটিয়েছে উইকিপিডিয়া। আর এখানেই হয়েছে বউ বদল। তাও আবার পাত্রের নাম খোদ শচীন টেন্ডুলকার।
হরভজন সিংয়ের বিয়ের ফুলের মালা এখনও শুকায়নি। তার মাঝেই হরভজন নতুন বউ শচীন টেন্ডুলকরের বলে দেখালো উইকিপিডিয়া। গীতা বাসরার উইকিপিডিয়া পেজে দেখা যাচ্ছে পার্সোনাল লাইফ বিভাগে এই বলিউড অভিনেত্রী নাকি বিয়ে করেছেন শচীনকে। বিয়ের তারিখ ২৯ অক্টোবর। বুঝে দেখুন এবার কি কাণ্ড।
পরবর্তীতে এই ভুল ভাইরাল হয়ে যায় ওয়েব দুনিয়ায়। পরে অবশ্য ভুল শুধরে নিয়েছে উইকিপিডিয়া।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব