যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিলেন টেস্টে ক্রিকেটে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্ত্রী শিশির এই দম্পতির প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন আগামী মাসে। এই উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। সেখান থেকে আজ
শনিবার দেশে ফিরেন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বা জেট ল্যাগ কাটানোর জন্য বেশি সময় নেননি সাকিব। তাইতো আজ রবিবারই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মাসে ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েই যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে চলে গিয়েছিলেন সাকিব। অনাগত কন্যার পৃথিবীতে আসার সময় স্ত্রীর কাছেই থাকতে চেয়েছিলেন। যেমন থাকেন সব দায়িত্বশীল পিতা। কিন্তু দেশের দায়িত্ব কম নয়। সেই দায়িত্ব পালন করতেই চলে আসেন সাকিব।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ৭ তারিখ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ ওডিআই ও ২ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজ শেষে আবার হয়তো যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। তখন শুধু স্ত্রী নয়, পাশে পাবেন নবাগত কন্যাকেও।
বিডি-প্রতিদিন/১ নভেম্বর ২০১৫/শরীফ