সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে ভারতের টাটা মোটরস। সোমবার এই সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
টাটা মোটরস জানায়, লিওনেল মেসিকে বোর্ডে রাখতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি বর্তমান সময়ের তরুণদের কাছে আইকন। আন্তর্জাতিক ক্ষেত্রেও মেসির একটা অদ্ভুত আবেদন রয়েছে। বিশ্ববাণিজ্যে দুনিয়ার যাত্রীবাহী যান নিয়ে ছাপ ফেলতে আমরা তাই মেসির মতো ফুটবলারকেই বেছে নিয়েছি।
এই প্রথম ভারতের কোন সংস্থায় সরাসরি যুক্ত হলেন আর্জেন্টিনার এই তারকা। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত মেসি বলেছেন, ভারতের কোনও সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। জাতীয় দলের সঙ্গে এসে একবার ভারতে খেলে গেছি। আবার আসার ইচ্ছা রয়েছে। আশা করি টাটা মোটরসের সঙ্গে আমরা অনেককে উদ্বুদ্ধ করতে পারব।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        