বেশ কিছু কারণ দেখিয়ে আবারও বাংলাদেশ সফরে না আসার কথা জানিয়ে দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এর আগে, একবার পেছানোর পর ৩টি ওয়ানডে ও ৪টি-টোয়েন্টির সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা প্রমীলা ক্রিকেট দলের।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, পুরো স্কোয়াডকে না পাওয়ায় সফরে আসা সম্ভব হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। এছাড়া, নিরাপত্তা শঙ্কাসহ বেশ কিছু কারণ দেখিয়েছেন সফর স্থগিতের পেছনে।
বিজ্ঞপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটারকে এই সফরে পাওয়া যাচ্ছিল না। কারও ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কা, কারও কাজ, কারও আবার এই সময়ে আছে বছর শেষের পড়াশোনা ও পরীক্ষা।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে নতুন করে সূচি নির্ধারণে বিসিবির সঙ্গে কথা বলছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সিরিজটি খেলতে শুরুতে গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের পর প্রোটিয়া মেয়েদের সফরও পিছিয়ে যায়। পরে তাদের বাংলাদেশে আসার নতুন তারিখ ঠিক হয় ৩ নভেম্বর। কিন্তু মঙ্গলবার বাংলাদেশে না আসার কথা জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব