ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিং- দু' জনেরই বোলিং অ্যাকশন বৈধ নয় বলে দাবি করেছেন পাকিস্তানি স্পিনার সাইদ আজমল।
সম্প্রতি দেশটির স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ তোলেন এক সময়কার বিশ্বসেরা এই বোলার। পরে সেটা টুইট করেন পাক ক্রিকেট বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার জয়নাব আব্বাস।
জয়নাব এটাও লেখেন, 'আজমলকে এতটা হতাশাগ্রস্ত কোনদিন দেখিনি। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, অশ্বিন ও হরভজন ১৫ ডিগ্রির বেশি হাত ভেঙে বল করে।'
যদিও এ খবর প্রকাশ্যে আসার পর হরভজন বা অশ্বিনের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর থেকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন পাকিস্তানি অফ-স্পিনার সাইদ আজমল। পরে অ্যাকশন পাল্টে পরীক্ষায় পাশ করলেও পূর্বের মতো বলে আরও ধার দেখাতে পারেননি তিনি। যে কারণে দল থেকে তিনি ছিটকে পড়েন।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব