পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হতে দেয়নি ইংলিশ বোলাররা। ফলে তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। লিড ৭৪ রানের। তবে আশার আলো হয়ে এখনো ৯৭ রানে অপরাজিত আছেন মোহাম্মদ হাফিজ। আগামীকাল হাতে আরও ৭ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামবেন মিসবাহ উল হকের দল।
মঙ্গলবার ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩০৬ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আজহার আলীকে সঙ্গে নিয়ে ১০১ রানের জুটি গড়ে জবাবটা ভালোই দিচ্ছিলেন মোহাম্মাদ হাফিজ। তবে সেখান থেকে পাঁচ রানের ব্যবধানে ২ উইকেটে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। শেষদিকে ইউনূস খানের আউটই হয়তো সবচেয়ে কষ্ট দিয়েছে পাকিস্তানি শিবিরে। এর ফলে বিনা উইকেটে শতরান পেরোনো পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৪৬ রান।
তবে একপ্রান্ত আগলে সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ওপেনার মোহাম্মদ হাফিজ। সেঞ্চুরি থেকে তিনি মাত্র ৩ রান দূরে। ১৫৫ বলের ৩ ছক্কা ও ৯ চারের সাহায্যে ৯৭ রানে অপরাজিত হাফিজ। আগামী তার দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান।
এর আগে, সোমবারের ৪ উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে বেশি দূর এগুতে দেয়নি পাকিস্তানি স্পিনাররা। গতকালের সঙ্গে মাত্র ৮৪ রান যোগ করেই বাকি ৬ উইকেট হারিয়েছে অ্যালেস্টার কুকের দল। সর্বোচ্চ ৭৬ রান এসেছেন জেমস টেলরের ব্যাট থেকে।
পাকিস্তানের পক্ষে শোয়েব মালিক ৪টি এবং ইয়াসির শাহ ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া জুলফিকার বাবর ১ এবং পেসার রাহাত আলী ২ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ৩ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব