ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজে টেস্টে ক্রিকেটে ফিরেই ডাবল সেঞ্চুরি করেছিলেন। কিন্তু পরের চার ইনিংসে বলার মতো কোনো রান পাননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তাই অনেকটা আকস্মিকভাবে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শোয়েব মালিক। যদিও অবসর নেওয়ার সময় পরিবারকেই সামনে এনেছেন মালিক।
মঙ্গলবার শারজায় অনুষ্ঠিত পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টের তৃতীয় দিন শেষে অবসরে যাওয়ার ঘোষণা দেন ৩৩ বছর বয়সি এই তারকা। তবে টেস্ট ক্রিকেট ছাড়লেও দেশের হয়ে ওয়ানডে ও টি-২০ ক্রিকেট চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।
সম্প্রতি সব ফরম্যাটেই দারুণ পারফর্ম করায় তাকে হয়তো আরও কিছুদিন ২২ গজের পিচে দেখতে চেয়েছিল ভক্তরা। কিন্তু আবেগি মালিক জানালেন, ‘আমাদের বেশ কিছু তরুণ তারকা খেলোয়াড় রয়েছে এবং বিদায় বলার এটাই সঠিক সময়। পরিবারই আমার কাছে প্রথম। আমি এখন ২০১৯ বিশ্বকাপের দিকে নজর দিতে চাই।’
তবে চলতি সিরিজে প্রথম ম্যাচের পর ব্যাট হাতে শেষ কয়েক ইনিংসে জ্বলে উঠতে না পারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন মালিক। শারজা টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের অলআউট করতে ৯.৫ ওভার বল করে ৩৩ রানের খরচায় মূল্যবান ৪টি উইকেট পান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জার্সিতে ২০০১ সালে টেস্টে পথচলা শুরু হয় মালিকের। ৩৪ ম্যাচে ৩৫.৭৬ গড়ে ১৮৬০ রান করেন তিনি। যার মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি রয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        