বলিউড অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। এবার পালা এক সময়কার তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের।
জানা গেছে, ঘনিষ্ঠ মহলে যুবরাজ জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন। পাত্রী তাঁর বান্ধবী ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হ্যাজেল কিচ। কয়েক মাস ধরেই হ্যাজেলের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা বেড়েছে সিংয়ের।
বর্তমানে হরভজনের বিয়ের পর যুবরাজের বিয়ে নিয়েই এখন জোর চর্চা ভারতীয় ক্রিকেটমহলে। যদিও এর আগে শোনা গিয়ছিলেন ডিসেম্বরে বিয়ে করবেন তিনি।
ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া হ্যাজেল কিচ বর্তমানে বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন। বলিউডে প্রথম ২০১১ সালে সালমান খান অভিনীত ছবি `বডিগার্ড`-এ কারিনা কাপুরের বান্ধবীর চরিত্রে অভিনয় করেন তিনি। তারপর ২০১২ সালে `ম্যাক্সিমাম` ছবিতে একটি আইটেম গানে দেখা যায় হ্যাজেল কিচকে। এরপর ২০১৩ সালে বিগবস-৭ এতে অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। তবে আপাতত হ্যাজেল যুবরাজ সিংয়ের বান্ধবী।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        