৫ জন ব্যাটসম্যান, ৪ জন স্পেশালিস্ট বোলার, একজন অলরাউন্ডার আর একজন উইকেটকিপার। এইভাবেই ওয়ানডে ক্রিকেটে সাধারণত দল সাজান একজন অধিনায়ক। কিন্তু এই অধিনায়ক একেবারে আলাদা। নিজের দলের ক্রিকেটারদের ওপর তাঁর এতটাই আত্মবিশ্বাস যে বোলান ওল্ড নামের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের এক অধিনায়ক সম্প্রতি অনুষ্ঠিত এক ম্যাচে মাঠে নামলেন ১১ জনই স্পেশালিস্ট বোলার নিয়ে।
মজার বিষয় হলো অধিনায়কের প্রত্যাশার যথাযথ মর্যাদা দিয়েছে ১১ বোলারের দল। ৫০ ওভারের ম্যাচে ১১ জনই বল করলেন। প্রথমে বল করে বিপক্ষ দলকে ১১২ রানে আউট করে দেয় বোলার ভর্তি একাদশ। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট মাত্র ৩৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সেই ১১ বোলারের দল। দলের পক্ষে সবচেয়ে বেশি উইকেট যিনি নিয়েছেন তিনি আবারও উইকেটকিপার।
জয়ের পর অধিনায়ক বলেন, "বাইশ জনের মধ্যে থেকে আমায় ১১ জনকে বেছে নিত হতো। ব্যাপারটা খুব কঠিন ছিল। ঠিক করলাম সেরা ১১ জনকে নামাবো। দেখলাম দলের ১১ সেরা ক্রিকেটারই বোলার। আমি আর অন্য কিছু ভাবিনি। জানতাম বোলাররাই পারবে জয় আনতে।" ভবিষ্যতেও তিনি এমন কাজ করবেন বলে জানিয়েছেন অধিনায়ক বোলান।
ক্রিকেটে ব্যাটসম্যানদের যুগে ক্রমশ বিলুপ্তির পথে বোলিং শিল্প। এমন আক্ষেপ যারা করেন তাদের কাছে খবরটা নিঃসন্দেহে মুখে হাসি বয়ে আনবে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        