মোহালি টেস্টে স্বাগতিক ভারতের প্রথম ইনিংসের ২০১ রানের বিপরীতে সফরকারী দক্ষিণ আফ্রিকা ১৮৪ রান তুলেই অলআউট হয়ে গেছে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনই প্রোটিয়াসের ব্যাটিংয়ে ধস নামান। ৫১ রান দিয়ে ৫টি উইকেট নেন অশ্বিন। আর রবিন্দ্র জাদেজা নিয়েছেন ৩টি উইকেট। প্রোটিয়াদের প্রথম ইনিংসের বাকি দুটি উইকেট নেন অমিত মিশ্র।
প্রোটিয়াসের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। অধিনায়ক হাশিম আমলা করেন ৪৩ রান ও ডিন এলগার করেন ৩৭ রান।
মোহালি টেস্টের আজ দ্বিতীয় দিন চলছে। গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বাগতিক ভারত তাদের প্রথম ইনিংসে ২০১ রান তুলে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার মুরালি বিজয়। আর রবিন্দ্র জাদেজা করেন ৩৮ রান। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১ রান করেন। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৪টি উইকেট নেন ডিন এলগার। আর ভেরনন ফিলান্ডার ও ইমরান তাহির নেন ২টি করে উইকেট এবং হারমার ও রাবাদা নেন ১টি করে উইকেট।
উল্লেখ্য, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজে মোট ম্যাচের সংখ্যা ৫টি।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর ২০১৫/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        