ব্রিটিশ গণমাধ্যম বিবিসির চলতি বছরের একশ' অনুপ্রেরণাদায়ক নারীর তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তালিকায় সানিয়া ছাড়াও আরো ৬ ভারতীয় আছেন। তারা হলেন গায়িকা আশা ভোঁসলে, বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশাল, কৃষক রিমপি কুমারি, উদ্যোক্তা স্মৃতি নাগপাল, মানবাধিকার কর্মী মমতাজ শেখ এবং উদ্যোক্তা কানিকা তেকরিওয়াল। খবর অাইএএনএস'র
গতকাল বুধবার শত নারীর এই তালিকাটি প্রকাশ করা হয়। রাজনীতি, বিজ্ঞান ও বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে তালিকাটি তৈরি করে বিবিসি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কম জনপ্রিয় কিন্তু অনুপ্রেরণাদায়ী নারীরা তালিকায় সাধারণত স্থান পান।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/শরীফ