গত বছরের জয়ের ধারা চলতি বছেরেও ধরে রেখেছেন ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। শুক্রবার ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে এই জুটি।
এদিন, সেমিফাইনালে বর্তমান নম্বর ওয়ান জুটি স্লোভাকিয়ার আন্দ্রেজা ক্লিপেচ ও রাশিয়ায়র আল্লা কুদ্রিয়াভসেভারকে ৬-৩, ৭-৫ সেটে হারিয়েছে। ফাইনালে তারা মোকাবিলা করবেন আরেক সেমিফাইনালের বিজয়ী জুটিকে।
সানিয়া-মার্টিনা জুটি ২৫টি ম্যাচে ধারাবাহিকভাবে জয় লাভ করেছেন। গত মৌসুমে সানিয়া-মার্টিনা পাঁচটি শিরোপা জয় করেছিল। চলতি মৌসুমের এই জয়ে তারা দুজনেই আনন্দিত এবং আশাবাদী বলে এক প্রতিক্রিয়ায় জানান।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব