আবারও চোট পেয়েছেন ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সামি। শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় তিনি কনুইয়ে আঘাত পেয়েছেন। দীর্ঘ বিরতির পর এদিন মাঠে ফিরেছিলেন সামি। কিন্তু দুঃসময় যেন পিছুই ছাড়ছে এই পেসারের।
ভারতীয় দলের ম্যানেজার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সামির আঘাত ততটা গুরুতর নয়, তারপরও আগামী ম্যাচগুলোর কথা চিন্তা করে তাকে বিশ্রামে রাখা হয়েছে। আজকের ম্যাচে তিনি খেলতে পারছেন না।
সামি গত বছর তার প্রতিভা দিয়ে ভারতীয় দলে জায়গা পাকা করেন। তবে অপ্রত্যাশিত এক চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন দীর্ঘ সময়। যার থেকে তিনি খুবই ধীরগতিতে সুস্থতা ফিরে পেয়েছিলেন। পরে তিনি বিজয় হাজারে ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। অংশ নিয়েছিলেন সাঈদ মুস্তাক আলি টুর্নামেন্টেও। তিনি যথাক্রমে ৩টি ও ৫টি করে উইকেটও নিয়েছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই তার এই ইনজুরি সত্যিই হতাশাজনক।
প্রসঙ্গত, আগামী ১২ জানুয়ারি থেকে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজে অংশ নিবেন পার্থে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব