ব্রিসবেন ইন্টারন্যাশনাল ওপেনের ফাইনালে উঠেছেন সুইস লেজেন্ড রজার ফেদেরার ও ক্রোয়েশিয়ার মিলস রাওনিক। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার অষ্টম বাছাই ডমিনিক থিয়েমকে আজ এক সেমিফাইনালে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেন। এর আগে অপর এক সেমিফাইনালে রাওনিক স্থানীয় ফেভারিট বার্নার্ড টমিককে ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। খবর এপির
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ