প্রস্তুতি ম্যাচে মাশরাফির লাল দলকে ১৯ রানে হারিছে সাকিবের সবুজ দল। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দুই দলে ভাগ হয়ে শনিবার সকালে এ প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এদিন, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৩৬ বলে ৫৭ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে সবুজ দল। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন এনামুল। এছাড়া মোসাদ্দেক করেন ২০ রান। লাল দলের হয়ে সাব্বির নেন ২ উইকেট আর মাশরাফি ও রনি নেন একটি করে উইকেট।
১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে এদিন লক্ষ্য টপকাতে পারেনি মাশরাফির লাল দল। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে রান করেছে ১৩২। ফলে ১৯ রানের সহজ জয় পেয়েছে সাকিবের দল। দলের পক্ষে সর্বোচ্চ করেন তামিম ইকবাল। ১৯ বল মোকাবেলা করে তিনি করেন ২৮ রান। এছাড়া নূরুল হাসান ২২, সাব্বির ২১ ও মাশরাফি অপরাজিত ১৯ রান করেন। সবুজ দলের সাকিব ১৬ রানে নেন ২ উইকেট। শুভাগত হোম ও আরাফাত সানি নেন একটি করে উইকেট।
সংক্ষপ্তি স্কোর :
সাবকি সুবজ দল : ১৫১ /৬, ওভার ২০ (মুশফিক ৫৭, এনামুল ৩২, লিটন দাস ১৭, মোসাদ্দেক ২০ মোসাদ্দকে ২০; সাব্বির ২/২০, মাশরাফি ১/২৩, রনি ১/৪৯)
মাশরাফি লাল দল : ১৩২/৬, ওভার ২০ (তামিম ২৮, সাব্বির ২১, হাসান ২২; সাকিব ২/১৬)।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব