লা লিগায় লিওনেল মেসির হ্যাটট্রিকে গ্রানাডার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচের অপর গোলটি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এ জয়ের ফলে আতলেতিকো মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসছে লুইস এনরিকের দল।
শনিবার কাম্প ন্যুতে ম্যাচের অষ্টম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ডি-বক্সের ভেতর থেকে আরদা তুরানের বাড়ানো বলে শুধু টোকার দরকার ছিল আর্জেন্টিনা অধিনায়কের। ব্যবধান বাড়াতেও সময় নেননি মেসি। ম্যাচের ১৪ মিনিটে নেইমার ও সুয়ারেজের সহায়তায় দ্বিতীয় গোল করে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মেসি-নেইমার-সুয়ারেজ।
বিরতির পর ৫৮তম মিনিটে সের্হিও রবের্তোর দারুণ বাড়ানো বল ধরে খুব কাছ থেকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু বল বারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকটা তুলে নিলেন মেসি।
অনেকবার গোলের সুযোগ হারানোর পর অবশেষে ৮৩তম মিনিটে গোল পান নেইমার। লা লিগায় নেইমারের এটা ১৫তম গোল। সতীর্থ সুয়ারেসের সঙ্গে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।
দারুণ এই জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪১।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব