গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফল জয় দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু হলো কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের।
শনিবার নিজেদের মাঠে বড় জয় পেলেও শুরুটা মোটেই ভালো হয়নি রিয়ালের। ম্যাচের ১১তম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল দেপোার্তিভো। ডি-বক্সের ভেতর থেকে লুকাস পেরেসের শট গোলরক্ষক কেইলর নাভাস কোনোমতে ঠেকিয়ে দেন। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ফরাসি তারকা বেনজামা। এর ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। ওই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিদানের শিষ্যরা।
বিরতির পর শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল। ম্যাচের ৪৯ মিনিটে রোনালদোর নীচু ক্রসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন বেল। ৬৩ মিনিটে টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে রোনালদোর উদ্দেশ্যে বাড়ানো বল নিজের আয়ত্ত্বে নিয়ে ম্যাচের পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করে বেনজামা।
এই জয়ে ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট ৪০।দারুণ অন্যদিকে, ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪১।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব