আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের সঙ্গে ৪ ম্যাচের টি-টিয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এজন্য আগামীকাল সোমবার বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের।
ইতিমধ্যে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএলে ধারাবাহিক পারফর্ম করা আবু হায়দার রনি ও নুরুল হাসান।
সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৩ জানুয়ারি ঢাকা ছাড়বে এল্টন চিগম্বুরার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি দেওয়া হল:
তারিখ ম্যাচ ভেন্যু
১৫ জানুয়ারি প্রথম টি-২০ খুলনা
১৭ জানুয়ারি দ্বিতীয় টি-২০ খুলনা
২০ জানুয়ারি তৃতীয় টি-২০ খুলনা
২২ জানুয়ারি চতুর্থ টি-২০ খুলনা।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব