সফরকারী শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচ ৯ উইকেটে জিতে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে লঙ্কানরা। অ্যাঞ্জেলা ম্যাথুস দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত ছিলেন। আর দিলশান করেন ২৮ রান। জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারেই জয় তুলে নেয় কিউইরা। ওপেনার মার্টিন গাপটিলের ২৫ বলে ৬৩ রান ও কলিন মুনরোর ১৪ বলে অপরাজিত ৫০ রানের উপর ভর করে এত বড় জয় পায় স্বাগতিকরা।
প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে মার্টিন গাপটিল টি-২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। তিনি ১৯ বলে এ কৃতিত্ব গড়েন। তবে ইনিংসের ৫ ওভার পর তার এ রেকর্ড ভাঙেন স্বদেশি কলিন মুনরো। তিনি ১৪ বলে হাফ সেঞ্চুরি করে এ রেকর্ড করেন । অর্থাৎ টি -২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানো কিউই হচ্ছেন এখন মুনরো। এছাড়া তার ইনিংসটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। মুনরোর ইনিংসটিতে ছিল ৭টি ছক্কা ও ১টি চারের মার। আর কেইন উইলিয়ামসন করেন ২১ বলে ৩২ রান। প্রথম টি-২০ ম্যাচে ৩ রানে জয় পায় কিউইরা।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ