আপনি হয়তো ৯০ ডিগ্রি দুরূহ কোণ থেকে থ্রো করে রান আউট করতে অনেক দেখেছেন, দেখে থাকতে পারেন ফুটবলের মতো শট মেরে রান-আউটও। কিন্তু কখনো কি দেখেছেন নাক দিয়ে আউট! অবাক হলেও গতকাল শনিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে এমনই বিরল ঘটনা ঘটেছে। যার সাক্ষী মেলবোর্ন ডার্বির ডকল্যান্ড স্টেডিয়ামের হাজার হাজার দর্শক।
অ্যাডাম জাম্পাও অবশ্য ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটিয়েছেন তাও নয়। প্রতিপক্ষের উইকেট ফেলতে গিয়ে এভাবে নিজের নাকের বারোটা বাজুক, সেটি কে-ই বা চায়! তবে জাম্পা না চাইলেও ঘটনাটি ঘটেছে কাল বিগ ব্যাশে। আর ওই আ্উটের সুবাদে লাভবানও হয়েছে জাম্পার দল মেলবোর্ন স্টারস। কারণ একটু একটু করে জাঁকিয়ে বসতে থাকা নেভিল-ব্রাভো জুটিটা ভেঙে যে রেনেগেডসের দ্রুত রান তোলার প্রত্যাশা নষ্ট করে দেন জাম্পা।
যা ঘটেছিল: ম্যাচের ১৩তম ওভারের খেলা চলছিল। নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান পিটার নেভিল। জাম্পার ছোঁড়া বলটিতে বেশ জোরে স্ট্রেট ড্রাইভ করেছিলেন রেনেগেডস ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো। নিশ্চিত চার-ই হয়তো ধরে নিয়েছিলেন। কিন্তু বল গিয়ে সোজা লাগল রানের উদ্দেশ্যে ক্রিজ থেকে বেরিয়ে আসা অন্য প্রান্তের ব্যাটসম্যান নেভিলের ব্যাটে। এরপর দিক পরিবর্তন করে বলটি লাগে জাম্পার নাকে। সেখান থেকে স্টাম্পে! তখনো ক্রিজের বাইরে নেভিল। রান আউট! হতবাক নেভিল, হতবাক পুরো স্টেডিয়াম। অন্যদিকে নাক চেপে ধরে বসে আছেন জাম্পা! সূত্র: ক্রিকইনফো.কম
ভিডিওতে দেখুন:
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        