স্পট ফিক্সিংয়ের কারণে দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও কারাভোগের পর অাজ প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন দুই পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফ। ন্যাশনাল ওডিআই চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে খেলেন তারা দু'জন। অবশ্য চারমাস আগেই তাদের আন্তর্জাতিক ক্রিকেটের উপর অাইসিসির আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। খবর পিটিআই'র
পেসার মোহাম্মদ আমির পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ত্যাগদেশের কয়েক ঘণ্টা পরই বাট ও আসিফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন। মোহাম্মদ আমিরও সম্প্রতি পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে ফিরেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ও টি-২০ সিরিজের জন্য দলে রাখা হয়েছে তাকে।
এদিকে, ন্যাশনাল ওডিআই চ্যাম্পিয়নশিপে ভালো খেললে এবং ফর্ম ও ফিটনেস দেখাতে পারলে বাট ও আসিফের পুনরায় পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ ওয়াকার ই্উনিস। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগের মুহূর্তে একথা বলেন ওয়াকার।
উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচের আলাদা আলাদা দুটি সিরিজ খেলবে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ