সুইস লেজেন্ড রজার ফেদেরারকে সরাসরি সেটে হারিয়ে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন কানাডার মিলস রাওনিক। রবিবার অনুষ্ঠিত ফাইনালে ২৫ বছর বয়সী রাওনিক সুইস তারকাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতেন। এর মধ্য দিয়ে রাওনিক যা করলেন তা ১৯৯০'র দশকে জন্ম নেয়া কোনো খেলোয়াড়ই এর আগে করতে পারেননি। খবর এপির
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ