বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ ও বাহরাইন। ফলে গ্রুপ 'বি' থেকে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ অলিম্পিক দল।
শনিবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে গোল করে লিড নেয় মালদ্বীপ। মালদ্বীপের পক্ষে প্রথমার্ধের ১৮ মিনিটে গোলটি করেন ইমাজউদ্দিন। এরপর প্রথমার্ধের ৪৫ মিনিট শেষ হলেও গোল সমতায় ফিরতে পারেনি বাহরাইন। মালদ্বীপ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার মনে করা হচ্ছি বাংলাদেশ যুবাদের সামনে সেমিফাইনালের উঠার সুযোগ থাকবে।
কিন্তু বাঁচা-মরার লড়াইয়ে টিকে থাকার জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে মধ্যপ্রাচ্যের দেশটি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে আনোয়ার আলী গোলের সমতায় ফেরে বাহরাইন। এরপর শেষ সময় পর্যন্ত দুই দল কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কেউ। ফলে ১-১ গোলে ড্রয়ের মধ্যদিয়ে সেমিফাইনাল যেমন নিশ্চিত হয়েছে দুই দলের, তেমনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে বাংলার যুবাদের।
‘বি’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চাম্পিয়ন হয়েছে মালদ্বীপ। আর ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রার্নাসআপ বাহরাইান। ফলে সেমিফাইনালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বাহরাইন। অপরদিকে নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ। তালিকায় বাংলাদেশ অলিম্পিক দলের পয়েন্ট ১।
উল্লেখ্য, মালদ্বীপ-বাহরাইনের এই ম্যাচের ওপরই নির্ভর করছিল বাংলাদেশ অলিম্পিক দলের ভাগ্য। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় পয়েন্ট ব্যাবধানে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের। এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে নেমেছে বাংলাদেশ অলিম্পিক দল।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব