মেলবোর্নে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শতক হাঁকিয়েছেন ভারতীয় সেনসেশন বিরাট কোহলি। ১৬৯তম ম্যাচের ১৬১তম ইনিংসে এসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২৪তম শতক পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে ভারতীয় এ ক্রিকেটান নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন। তা হলো ওডিআই ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস [১৬১] খেলে উক্ত সংখ্যক শতক করেন তিনি। শুধু তাই নয়, সবচেয়ে কম ইনিংস খেলে সাত হাজার রান পূর্ণকারী ক্রিকেটারেও পরিণত হলেন তিনি। এ কৃতিত্বের মধ্য দিয়ে ক্রিকেট 'ঈশ্বরখ্যাত' স্বদেশি শচীন টেন্ডুলকার ও প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন বিরাট। টেন্ডুলকার তার ২৪তম শতক হাঁকিয়েছিলেন ২১৯তম ইনিংসে এবং সাত হাজার রান করেছিলেন ১৮৯তম ইনিংসে। আর ভিলিয়ার্স এর অাগে ওডিআইতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ১৬৬তম ইনিংসে।
সবচেয়ে দ্রুততম সময়ে অর্থাৎ কম ম্যাচ খেলে ২৪ শতক হাঁকানো অন্যান্য খেলোয়াড়দের কেউই কোহলির ধারেকাছে নেই। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ২৭৮ ইনিংস খেলে এ কীর্তি গড়েছিলেন, সনত জয়সুরিয়া ৩৭০ ইনিংস খেলে এবং কুমারা সাঙ্গাকারা ৩৭৮ ইনিংস খেলে ২৪তম শতক পেয়েছিলেন।
এদিকে, সবচেয়ে কম ম্যাচ খেলে সাত হাজার রানের মাইলফলকে পৌঁছা বাকিরা হলেন সৌরভ গাঙ্গুলী [১৭৪ ইনিংস], ব্রায়ান লারা [১৮৩ ইনিংস], সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ডেসমন্ড হেইনেস [১৮৭ ইনিংস], জ্যাকস ক্যালিস [১৮৮ ইনিংস] এবং টেন্ডুলকার ১৮৯ ইনিংস। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        