মেলবোর্নে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের মধ্য দিয়ে সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিঅাই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ভারতের করা ২৯৫ রান ৭ বল বাকি থাকতেই তুলে নেয় স্বাগতিকরা। গ্লেন ম্যাক্সওয়েল অজিদের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন। ম্যাক্সওয়েল যখন আউট হয়ে যান তখন অজিদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১ রান। অার তার সেঞ্চুরির জন্য দরকার ছিল ৪ রান। কিন্তু যাদবের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ফলে সেঞ্চুরি বঞ্চিত হতে হয় তাকে। এ ছাড়া শন মার্শ করেন ৬২ রান আর অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৪১ রান।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২৯৫ রান তুলে। কোহলি ১১৭ বলে ৭টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ১১৭ রান করেন যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ২৪তম শতক। এছাড়া ওপেনার শিখর ধাওয়ান ৬৮ রান ও আজিঙ্কা রাহানে অর্ধশতক করেন।অস্ট্রেলিয়ার হয়ে হেস্টিংস একাই ভারতের ৬টি উইকেটের ৪টি উইকেট নিয়েছেন। অার কেইন ও ফকনার ১টি করে উইকেট নেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওডিঅাই সিরিজে অস্ট্রেলিয়া এখন ৩-০ তে এগিয়ে আছে। চতুর্থ ওডিআই ম্যাচটি ২০ জানুয়ারি ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ