চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে (বাছাইপর্ব) চার-ছক্কার বন্যায় উড়ন্ত সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল। ৬০ বল খেলে শতকের ঘর অতিক্রম করেন এ ব্যাটসম্যান। রবিবার (১৩ মার্চ) ধর্মশালায় মূল পর্ব নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে এ শতক তুলে নেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ক্রিজে রয়েছেন ১০২ রানে। হাঁকিয়েছেন ৫টি ছক্কা ও ১০টি চার।
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও তিনি ৪৭ রান তুলে নেন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ