ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওমানের একটি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের গতিমানব তাসকিনের বল উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত হন জিসান মাকসুদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে বাংলাদেশের বেঁধে দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে ওমান।
ভারতের ধর্মশালায় স্থানীয় সময় রাত সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওমান এক ওভারে এক উইকেট হারিয়ে দুই রান সংগ্রহ করেছে।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান অধিনায়ক।
উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেই ক্রিজে ঝড় তোলেন তামিম ইকবাল। শেষ অবধি ক্রিজ আকড়ে ধরে রাখেন তিনি। ৬৩ বল খেলে সংগ্রহ করেন ১০৩ রান। একইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে এদিন এক হাজার রানের ঘরে পা রাখেন এ ক্রিকেটার।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার করেন ১২ রান। সৌম্য বিদায় নিলে মাঠে নামেন সাব্বির রহমান। সাব্বিরও তামিমের সঙ্গে সুর মেলান। ২৬ বল খেলে তুলে নেন ৪৪ রান। সাব্বির ফিরে গেলে সাকিব মাঠে নামলেও ততক্ষণে ওভার তলানিতে। ৯ বল খেলে ১৭ রান তুলে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২০ ওভার খেলে বাংলাদেশ দলের রান দাঁড়ায় ১৮০/২।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ