টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ওমানকে ৫৪ রানে হারিয়েছে টাইগাররা। এর মাধ্যমে বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নিল টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে রবিবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তামিমের সেঞ্চুরিতে ভর করে ১৮০ রানের পাহাড়সম ইনিংস গড়ে বাংলাদেশ।
তিন দফায় বৃষ্টি হওয়ার পর ওমানের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ১২ ওভারে ১২০। সেই রান তাড়া করে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে তারা। ফলে ৫৪ রানের দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসান ৩ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। আর সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন তামিম ইকবাল।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ