লা লিগার এক ম্যাচে গতরাতে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দল লাস পালমাসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নার্ভাস নাইন্টিজে গিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় জিনেদিন জিদানের শীষ্যরা।
লা লিগার চলতি মৌসুমে এটি রিয়ালের ১৯তম জয়; পালমাসের পঞ্চদশ হার। কষ্টের এই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১২ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা; তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৩। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়ালকে আটকানোর ঘোষণা দিয়ে নিজেদের মাঠে খেলতে নামা পালমাস রক্ষণ জমাট রেখে খেলা শুরু করে। তবে ২৪তম মিনিটে সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় জিদানের দল। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ডিফেন্ডার। চলতি মৌসুমে এটি রামোসের দ্বিতীয় গোল।
৮৭তম মিনিটে রিয়ালের হাসি কেড়ে নেন পালমাসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান হোসে; সতীর্থ মেমোর বাড়ানো বল থেকে ম্যাচে ১-১ সমতা ফেরান তিনি।
স্বাগতিকদের আনন্দ অবশ্য দুই মিনিটের বেশি টেকেনি; গ্যারেথ বেলের বদলি হিসেবে নামা হেসে রদ্রিগেসের কর্নারে হেড করে বল লক্ষ্যে পৌঁছে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এ গোলেই নিজেদের মাঠে টানা তিন ম্যাচ জেতা পালমাসের হার নিশ্চিত করে দেয়। যোগ করা সময়ে রামোস বহিষ্কার হলে রিয়ালের জয়ের আনন্দে কিছুটা ভাটা পড়ে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের এই ডিফেন্ডার। সূত্র : গোল.কম
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ