প্রথম রাউন্ডের (বাছাই পর্বের) বাধা পেরিয়ে সুপার টেন নিশ্চিত করেছে টাইগাররা। আগামী ১৬ মার্চ থেকে তারা পা রাখবে টি২০ বিশ্বকাপের মূল পর্বে। এই রাউন্ডের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পরের ম্যাচে ২১ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে। এই ম্যাচের ভেন্যু বেঙ্গালুরু।
২৩ মার্চ টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। একই ভেন্যুতে রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
এই দুটি ম্যাচ বেঙ্গালুরুতে খেলে আবারও তাদের উড়ে যেতে হবে কলকাতায়। মূল পর্বের শেষ ম্যাচে ২৬ মার্চ তারা মোকাবিলা করবে নিউজিল্যান্ড দলকে। ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় ইডেন গার্ডেনে শুরু হবে।
বাংলাদেশ দল প্রথম রাউন্ডে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই পেয়েছে জয়। আর অপর ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। ‘এ’ গ্রুপ সেরা হয়ে নিশ্চিত করেছে সুপার টেন। আর সুপার টেনে তারা মুখোমুখি হবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/ এস আহমেদ