টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। তবে শারিরীক অসুস্থতার কারণে এই ম্যাচ পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির খেলা নিয়ে অনিশ্চতা দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে দলের সবাই যখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছিলেন, তখন দেখা যায়নি অধিনায়ক শহিদ অফ্রিদিকে। জানা গেছে, জ্বরে ভুগছেন তিনি। সে কারণেই মূলত এই কারণেই আজ অনুশীলনে যোগ দিতে পারেননি পাক অধিনায়ক।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও তার কণ্ঠে ছিল অনিশ্চয়তা। ফলে আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অফ্রিদির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব