ডায়নামো কিয়েভের সঙ্গে প্রথম লেগে ৩-১ গোলে জিতে শেষ আটের টিকিট অনেকটাই নিশ্চিত করে রেখেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ফিরতি লেগে গোল শূন্য ড্রয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল তারা।
প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে পাওয়া ৩-১ গোলে জয়েই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শেষ আটে উঠল ম্যানচেস্টার সিটি।
একইদিন দুই লেগে গোল শূন্য ড্র'য়ের পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। পিএসভিকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
এর আগে পিএসভির মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্রয় ছিল। জয় পেলেই শেষ আটে পৌছে যাবে এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার অ্যাটলেটিকোর মাঠে ফিরতি লেগে মাঠে নামে দু'দল। কিন্তু ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট স্কোরলাইন ছিল গোলশূন্য। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এই প্রথম দুই লেগই গোলশূন্য থাকল।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব